আমাদের নিকলী ডেস্ক ।।
ঢাকা বিভাগকে ভেঙে আরও একটি নতুন বিভাগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ২৯ মার্চ ফরিদপুরে আওয়ামী লীগের জনসভায় ভাষণে তিনি বলেন, ঢাকা বিভাগকে ভেঙে আরও একটি নতুন বিভাগ করার পরিকল্পনা রয়েছে। ইতিপূর্বে ঢাকা বিভাগের একাংশ ভেঙে ময়মনসিংহ বিভাগ গঠন করেছি আমরা। ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুরকে নিয়ে একটি নতুন বিভাগ হবে।
তবে নতুন বিভাগের নাম কি হবে সেটা উল্লেখ করেননি প্রধানমন্ত্রী। এমন ঘোষণার পর উপস্থিত জনসাধারণ উচ্ছ্বাস প্রকাশ করেন।
এসময় বিএনপি ও জামায়াতের সহিংস আন্দোলন ও দুর্নীতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এদেশের জনগণের জন্য তারা কোনো কাজ করে না। শুধু নিজেদের লাভের জন্য ব্যস্ত থাকেন।
তিনি বলেন, নৌকায় ভোট দিয়েছেন উন্নয়ন পেয়েছেন। ২০০৮ সালে ও ২০১৪ সালে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করেছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। ২০১৯ সালের নির্বাচনেও নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী।
সূত্র : ঢাকা বিভাগ ভেঙে আরেকটি নতুন বিভাগ হবে: প্রধানমন্ত্রী (চ্যানেলআই অনলাইন)