বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
সারাদেশের মতো কিশোরগঞ্জের বাজিতপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার পৌরশহরসহ ১১ ইউনিয়নের মোট ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সকাল থেকে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদানে সবগুলো প্রতিষ্ঠানে ছিল শিক্ষার্থী ভোটারের লম্বা লাইন।
এ কেবিনেট নির্বাচনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনীর মোট ৫টি ক্লাসের মোট ৮টি পদের জন্য শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করে।