৭ই মার্চের ভাষণপরবর্তী প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র ‘একটি শপথ’

নিজস্ব প্রতিবেদক ।।

৭ই মার্চ ১৯৭১। বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ বাংলার মানুষকে সেদিন অনুপ্রাণিত করেছিলো মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য।

bangbandhu sheikh mujibur rahman

যারা সেদিন ঢাকায় ভাষণ শোনার জন্য উপস্থিত হতে পেরেছিলেন তাদের উচ্ছ্বাসভরা একচ্ছত্র সমর্থন আমরা সব সময়ই টিভির পর্দায় দেখতে পাই। গ্রামে-গঞ্জে থেকে লাখো-কোটি জনতার সেই আবেগঘন অপেক্ষা। কখন নেতা ভাষণ দেবেন, কী-ইবা নির্দেশনা আসবে সাধারণের জন্য!

ভাষণ পরবর্তী প্রতিক্রিয়া এবার টিভির পর্দায় ফুটিয়ে তোলার জন্যে তৈরি হলো প্রামাণ্যচিত্র “একটি শপথ”। যার চিত্রনাট্য পরিচালনা করেছেন মাহমুদ আনোয়ার মুকুল। প্রামাণ্যচিত্রটির ঘটনাস্থল দেখানো হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সহরমূল গ্রামের।

প্রামাণ্যচিত্রটি শুক্রবার ৩১ মার্চ দেখানো হবে বাংলাদেশ টেলিভিশনে। প্রচারিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

উল্লেখ্য, চিত্রনাট্য পরিচালক মাহমুদ আনোয়ার মুকুলের বাড়ি নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের সহরমূল গ্রামে। তিনি নিকলীসহ সবাইকে এই প্রামাণ্যচিত্রটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!