নিজস্ব প্রতিবেদক ।।
ঢাকাস্থ নিকলী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ৭ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে।
সমিতির অস্থায়ী কার্যালয় ঢাকাস্থ মালিবাগ মোড়ে (৩ নং শান্তিবাগ, ৩য় তলা, হোসাফ টাওয়ারের পূর্ব পাশে) আয়োজিত সভাটি সন্ধ্যা ৬টায় আহ্বান করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ রাজধানীর তোপখানা রোডে অবস্থিত একটি হোটেলে ঢাকাস্থ নিকলী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এই কমিটি আগামী দুই বছরের সংগঠন পরিচালনায় দায়িত্ব পালন করবে। এতে বাবু সুনীল সাহাকে সভাপতি ও মুশতাক আহম্মদ লিটনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।