অতিবৃষ্টিতে হাওর প্লাবিত, বোরো ফসল তলিয়ে যাওয়ার আশংকা

নিজস্ব প্রতিবেদক ।।

অতিবৃষ্টিতে নিকলী উপজেলার নিম্ন এলাকা হাওর প্লাবিত হয়ে গেছে। একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন কৃষকরা।

চৈত্র মাসের শুরুতে হঠাৎ করে আবহাওয়ার মাঝে বৈচিত্র্য ভাব এসেছে। এ সময় প্রায় প্রতিদিন ভারি বৃষ্টিপাত হচ্ছে। জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় উত্তর-পূর্ব সিলেট, সুনামগন্জ থেকে পাহাড়ী ঢল নামতে শুরু করেছে। এর প্রভাবে উপজেলার ধনু ও ঘোড়াউত্রা নদীর পানি প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

এতে নদীর তীর সংলগ্ন আধা পাকা ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

সিংপুর এলাকা থেকে কৃষক সানি মিয়া জানান, সিংপুর হাওরের নয়াখালের বাঁধ সমান পানি প্লাবিত হয়েছে। বড় বাঁধ ঝুঁকিতে আছে। ৩ দিন আগে থেকে প্রায় হাজারখানেক কৃষক মিলে বড় বাঁধে মাটি ভরাটের কাজ করছেন।

ছবি সূত্র : শামছুল হক শান্ত-এর এফবি টাইমলাইন

Similar Posts

error: Content is protected !!