কিশোরগঞ্জ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের হোসেনপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তাহের উদ্দিন হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো দু’বছরের কারাদণ্ড দেয়া হয়। রোববার ২ এপ্রিল বিকেলে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জিনারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস, তার ভাই আসাদ মিয়া, জিনারি গ্রামের মইজউদ্দিনের ছেলে আব্দুর রশিদ, হামিজুদ্দিনের ছেলে হাসিমুদ্দিন। মামলায় ২৩ জনকে আসামি করা হলেও অন্যদের বেকসুর খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দু’জনসহ ১৩জন আসামি উপস্থিত ছিল। আদালত সূত্র জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসাদ মিয়া ও হাসিমুদ্দিন পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে ২০০০ সালের ১২ নভেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজিপুর বাজারে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন জিনারি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তাহের উদ্দিন। পরে হোসেনপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় পরের দিন নিহত তাহের উদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেকের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা, হোসেনপুর থানার উপপরিদর্শক শৈলেশ চন্দ্র দেবনাথ ২০০১ সালের ৮ জুন তদন্ত শেষে ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।