নিজস্ব প্রতিনিধি।।
নিকলীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে উপজেলা পরিষদ নিকলী। নিকলী জেলা পরিষদ অডিটরিয়ামে বৃহস্পতিবার ৬ এপ্রিল সকাল ১১টায় এ সম্মাননা দেয়া হয়।
নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. এমদাদুল হকের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হেসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইসহাক ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূরুজ্জামান হাবীব, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পিএসসি/এবতেদায়ী শ্রেণিতে ৭১, জেএসসি/জেডিসি শ্রেণিতে ৭৮ ও এসএসসি/দাখিলে ২০১৬ সালে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা দেয়া হয়।