ড. পিয়াস করিম আর নেই, দাফনের সিদ্ধান্ত কাল

আমাদের নিকলী প্রতিবেদক

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিম আর নেই। আজ সোমবার সকাল ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্র জানায়, আজ সকাল ৫টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন ড. পিয়াস করিম। এসময় দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান বলে জানান চিকিৎসকরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পিয়াস করিমের ভাই জহির করিম বলেন, আমার তিন বোন আমেরিকা, কানাডা ও ভারতে থাকেন। আমেরিকা ও কানাডায় যারা থাকেন তাদের আসতে সময় লাগবে। সে হিসেবে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত নেয়া হবে যে, কবে তাকে দাফন করা হবে।
এদিকে আগামী বুধবার পর্যন্ত পিয়াস করিমের লাশ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
ড. পিয়াস করিমের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
টেলিভিশনের টক শোসহ বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে সাহসী বক্তব্য রেখে দ্রুতই দেশবরেণ্য এক ব্যক্তিত্বে পরিণত হন ড. পিয়াস করিম।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক পিয়াস করিমের গ্রামের বাড়ি কুমিল্লায়।

Similar Posts

error: Content is protected !!