বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে রোববার ৯ এপ্রিল বৃহৎ বাজেটের নিকলী-করিমগঞ্জ রাষ্ট্রপতি আ. হামিদ সড়কের উদ্বোধন করা হয়েছে।
১০ দশমিক ৪৬ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির চুক্তিমূল্য ধরা হয়েছে ৮০ কোটি ৫০ লাখ ৪১ হাজার ৩শ ৮৪ টাকা। এমবিইএল-এমএইচ (জেভি) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটির নির্মাণ দায়িত্ব পেয়েছেন।
সড়কটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন। উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে এলজিইডির সাবেক সচিব কারার মাহমুদুল হাসানের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি আলহাজ আফজাল হোসেন এমপি, বিশেষ অতিথি এলজিইডির প্রকল্প পরিচালক মো. সেলিম মিয়া, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, এলজিইডি কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী গোলাম মওলা, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ, কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি এডভোকেট আবু সাঈদ ইমাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইসহাক ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।