খালিয়াজুরীতে ফসল ডুবে যাওয়ায় কৃষক পরিবারগুলোতে কান্নার রোল

খালিয়াজুরী (নেত্রকোণা) সংবাদদাতা।।

ইতিপূর্বে হাওরদ্বীপ খালিয়াজুরী উপজেলার শতকরা ৭০ ভাগ বোরো ফসল পানিতে তলিয়ে যাবার পর দু’টি বাঁধ ভেঙ্গে এখন অবশিষ্ট ফসলটুকুও তলিয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সপ্তাহখানেকের ঢলের পানিতে বাঁধ ভেঙ্গে খালিয়াজুরীর ২০ হাজার ৭০ হেক্টর বোরো ফসলের মাঝে ইতিপূর্বে শতকরা ৭০ ভাগ ফসল তলিয়ে যাবার পর এবার শুক্রবার ৭ এপ্রিল রাতে জয়পুর বাঁধ ভেঙ্গে কৃষ্ণপুর ইউনিয়নের ৩১শ হেক্টর জমির প্রায় সবটুকুই তলিয়ে গেছে। এদিকে, শনিবার সকালে গছিখাই নামার বাঁধ ভেঙ্গে নগর ইউনিয়নে থাকা অবশিষ্ট ফসলও পানিতে তলিয়ে যাচ্ছে। এলাকার হাজার হাজার কৃষক গত কয়েকদিন স্বেচ্ছাশ্রমে বাঁশ, কাঠ, টিন ও মাটির বস্তা দিয়ে বাঁধ দু’টি রক্ষার চেষ্টা করেও টিকিয়ে রাখতে পারেননি।

স্থানীয় কৃষকরা জানান, ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন ডুবে যাওয়া কাঁচা ধান কেটে গবাদিপশুর খাদ্য সংগ্রহের শেষ চেষ্টা করছেন। এলাকার একমাত্র বোরো ফসল ডুবে যাওয়ায় কৃষক পরিবারগুলোতে কান্নার রোল পড়ে গেছে। আরো জানান, চৈত্র মাসে এমন দুর্যোগ অতীতে আর কোন সময় হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এ পর্যন্ত এখানে ৩২ মেট্রিক টন জি আর চালের বরাদ্দ এসেছে এবং তা বিতরণ করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!