সংবাদদাতা ।।
এক গরু চোরকে গরুসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। জানা গেছে, ৩১ ডিসেম্বর ভোরবেলা জারুইতলা ইউনিয়নের সাজনপুর দণিহাটি গ্রামের আব্দুল করিমের গোয়ালঘর থেকে একটি ষাঁড় গরু চুরি করে চোর কটিয়াদী উপজেলার চানপুর খোনাপাড়া গ্রামে পৌছলে গরুসহ চোরকে জনতা আটক করে। গরুচোর মোঃ জাহাঙ্গীর (৩৫)-এর জবানবন্দি অনুযায়ী নিকলী থানায় খবর দিলে এস,আই শহিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে গরু চোরকে আটক করে ষাঁড় গরুটি জব্দ করেন। এ ব্যাপারে গরুর মালিক আঃ করিম বাদী হয়ে নিকলী উপজেলার রোদারপুড্ডা নয়াহাটি গ্রামের শাজাহানের পুত্র গরু চোর জাহাঙ্গীরকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে।