আমাদের নিকলী ডেস্ক ।।
চৈত্র মাসের অকাল বন্যায় চোখের সামনে নীচু কাচা ধানের জমি তলিয়ে নিঃস্ব হয়েছেন কৃষক।
ইটনার জিওলের বাঁধ, মৃগার বস্তিপুরের বাঁধ ও ধনপুরের তেরাইল্লার বাঁধে স্বপ্ন বুনেছিল ইটনা, মৃগা ও ধনপুর ইউনিয়নের কৃষক।
আজ (১০ এপ্রিল সোমবার) সকালে পানি বৃদ্ধি পাওয়ায় স্বেচ্ছাশ্রমে রক্ষাকৃত সবক’টি বাঁধ ভেঙ্গে গেছে। সারা বছরের কষ্টের ফসল, দিনে-রাতে বাঁধে মাটি কাটার কষ্টসহ সব চেষ্টা ব্যর্থ হয়ে কাঁদতে কাঁদতে কৃষকেরা বাড়িতে অবস্থান নিচ্ছেন।
জিওলের বাঁধ ভেঙ্গে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক আরজু মিয়া বলেন, আমি বউ-বাচ্চা-কাচ্চা নিয়ে কই যাব, কি খাওয়ামু, মহাজনের ঋণ কেমনে সুদ করবো, আমার সব শেষ, আমি মইরা গেছি।
সূত্র : হাওরের খবর এফবি টাইমলাইন