শেষরক্ষা হলো না ইটনার কৃষকদের, আশাজাগানিয়া বাঁধগুলো আর নেই

আমাদের নিকলী ডেস্ক ।।

চৈত্র মাসের অকাল বন্যায় চোখের সামনে নীচু কাচা ধানের জমি তলিয়ে নিঃস্ব হয়েছেন কৃষক।

ইটনার জিওলের বাঁধ, মৃগার বস্তিপুরের বাঁধ ও ধনপুরের তেরাইল্লার বাঁধে স্বপ্ন বুনেছিল ইটনা, মৃগা ও ধনপুর ইউনিয়নের কৃষক।

আজ (১০ এপ্রিল সোমবার) সকালে পানি বৃদ্ধি পাওয়ায় স্বেচ্ছাশ্রমে রক্ষাকৃত সবক’টি বাঁধ ভেঙ্গে গেছে। সারা বছরের কষ্টের ফসল, দিনে-রাতে বাঁধে মাটি কাটার কষ্টসহ সব চেষ্টা ব্যর্থ হয়ে কাঁদতে কাঁদতে কৃষকেরা বাড়িতে অবস্থান নিচ্ছেন।

জিওলের বাঁধ ভেঙ্গে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক আরজু মিয়া বলেন, আমি বউ-বাচ্চা-কাচ্চা নিয়ে কই যাব, কি খাওয়ামু, মহাজনের ঋণ কেমনে সুদ করবো, আমার সব শেষ, আমি মইরা গেছি।

সূত্র : হাওরের খবর এফবি টাইমলাইন

Similar Posts

error: Content is protected !!