নিকলী উপজেলা তাঁতীলীগের কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী উপজেলা তাঁতীলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কিশোরগঞ্জ জেলা শাখা তাঁতীলীগ। নবগঠিত এই কমিটিতে সাইফুল ইসলাম সাগরকে সভাপতি, মো. হারিসকে সাধারণ সম্পাদক এবং এমদাদুল হক মিলনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন জেলা তাঁতীলীগের সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক এস.ডি সজিব (বাবু)।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম (টিটু), জেলা তাঁতীলীগ সভাপতি মো. মামুন, জেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক এস.ডি সজিব (বাবু)সহ আওয়ামীলীগের বিভিন্ন ব্যক্তিবর্গ।

আলোচনায় কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতায় দেশের তাঁত শিল্পের গুরুত্বের কথা উল্লেখ করেন। সেই সাথে নবগঠিত নিকলী উপজেলা তাঁতীলীগের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

Similar Posts

error: Content is protected !!