চীন বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে আগ্রহী

আমাদের নিকলী ডেস্ক ।।

চীনের নিংবো-ওএসডিএ সোলার কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিস. শার্লি ঝ্যাং বাংলাদেশী শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষা গ্রহণের প্রস্তাব দিয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সাথে সোমবার ১০ এপ্রিল ইউজিসি অডিটরিয়ামে সাক্ষাতকালে তিনি এ প্রস্তাব দেন। বাসস

মিস. শার্লি ঝ্যাং তিন সদস্যের চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ও একাডেমিক এডভাইজার ড. একেএম অলিউল ইসলাম এবং গ্লোবাল রিসোর্স অগমেন্টেশন এন্ড ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এএসএম আবদুল মতিন মিস. শার্লিকে সহায়তা করেন।

ইউজিসি চেয়ারম্যান প্রতিনিধি দলকে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসি’র এখতিয়ার সম্পর্কে অবহিত করেন।

উচ্চশিক্ষার সুযোগ প্রদানের বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে প্রফেসর মান্নান মিস. শার্লিকে এ বিষয়ে একটি লিখিত প্রস্তাব ইউজিসিতে জমা দেয়ার আহবান জানান। তিনি জানান, বাংলাদেশ উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে চীনের সাথে নিবিড়ভাবে কাজ করতেও আগ্রহী।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম এবং অধ্যাপক ড. শাহ্নেওয়াজ আলি এবং ইউজিসির সচিব ড. মোঃ খালেদ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!