কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকার সমর্থিত বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো মঙ্গলবার ১১ এপ্রিল পূর্ণদিবস কর্মবিরতি পালন করে।
এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মবিরতি পালন করা হয়। ৫% মাসিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও জাতীয়করণের দাবিতে এ কর্মসূচী পালন করা হয়।
উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, দাবি আদায়ের লক্ষ্যে কালো ব্যাজ ধারণ করে বাংলা নববর্ষ উদযাপন করা হবে।
সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে।