নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈশাখী ভাতা, ৫% ইনক্রিমেন্ট ও সর্বোপরি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে এ আন্দোলনের সাথে একাত্ম হয়ে ভৈরবেও হাইস্কুলের শিক্ষক-কর্মচারীগণ কর্ম বিরতি পালন করছেন!
দাবি না মানা হলে পরবর্তীতে মানববন্ধন, সমাবেশ, স্মারকলিপি প্রদান করবেন বলে শিক্ষক প্রতিনিধিগণ জানান।
বর্তমানে ক্লাস বর্জন কর্মসূচি চলছে। বাংলাদেশ শিক্ষক সমিতি নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেয়া পর্যন্ত এ ধরনের আন্দোলন চলবে।