নিজস্ব প্রতিবেদক ।।
বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ১১ এপ্রিল। সম্মেলনে দিলালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি পদে মোঃ আশরাফ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে ইমন আরফিন সোহেলকে মনোনীত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগন্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ আফজাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সারোয়ার আলম, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ সদস্য আতাউর রহমান উজ্জল ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন আরকান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা যুবলীগ সভাপতি গোলাম রসুল দৌলত। অনুষ্ঠান পরিচালনা করেন বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক কবীর হোসেন।