কামালপুরে কারার বকুলের ঘর পুড়ে ছাই

fire

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা কারার বকুলের বাড়িতে আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আসরের পর পর আগুন লাগে।

জানা যায়, বাড়ির সবাই পার্শ্ববর্তী ধানের খলায় বৈশাখী কাজে ব্যস্ত ছিলেন। ধান তোলা অবস্থায় বাড়িতে ধোয়া দেখতে পেয়ে এলাকাবাসীসহ দৌড়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ঘরে থাকা আসবাবসহ মূল্যবান জিনিসপত্র সব পুড়ে ছাই।

কারার বকুলের বাবা কারার রশিদ। তারা পেশায় কৃষিজীবী।

Similar Posts

error: Content is protected !!