বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সামসুদ্দিন মিয়া (৪৮) নামের এক সিলিন্ডার ব্যবসায়ী নিহত হয়েছেন। ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলার পৌরশহরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পাশে সেল সেন্টারের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সামসুদ্দিন মিয়ার পেটের নিচ থেকে পা পর্যন্ত পুড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে ৩০ মিনিট পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। খবর পেয়ে সাথে সাথেই র্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সামসুদ্দিন মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।