শতবর্ষী পোড়াবাড়িয়া মেলার ঐতিহ্য হারিয়ে গেছে

সুমন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) ।।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শতবর্ষী পোড়াবাড়িয়া মেলার ঐতিহ্য হারিয়ে গেছে। এক সময় এই মেলায় ঘোড়া দৌড়, সার্কাস, চড়কি ইত্যাদির সমারোহ থাকতো। কিন্তু বর্তমানে এই মেলার ঐতিহ্য বিলীন হয়ে পড়েছে। আজ (শুক্রবার ১৪ এপ্রিল) বিকেলে উপজেলার পোড়াবাড়িয়া মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন এ কথাগুলো বলেন।

এ সময় তিনি এ মেলার ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

শিল্পপতি ও পোড়াবাড়িয়া গ্রামের কৃতি সন্তান এমএ মান্নান মানিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ, পাকুন্দিয়া থানার ওসি মো. শামছুদ্দিন, পাকুন্দিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা পরিষদের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম ফজলুল হক বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাকুন্দিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক।

Similar Posts

error: Content is protected !!