খালিয়াজুরী (নেত্রকোণা) প্রতিনিধি।।
সারাদেশে বৈশাখী উৎসব পালন করা হলেও নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে ‘সারাদেশে পহেলা বৈশাখ খালিয়াজুরীতে কাল বৈশাখ’ এই শ্লোগানে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে খালিয়াজুরীবাসী।
হাওর রক্ষা বেরী বাঁধ ভেঙ্গে উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় ১৭ হাজার হেক্টর ফসলী জমি তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় লক্ষাধিক কৃষক।
শুক্রবার ১৪ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত খালিয়াজুরী উপজেলা চত্বরে এলাকাবাসী উদীচী শিল্পীগোষ্ঠী, যুবলীগ ও ছাত্র সমাজের উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার (সুয়েব সিদ্দিকী), খালিয়াজুরী সদর ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী ও কৃষকলীগ সভাপতি তপন বাঁঙ্গালী প্রমুখ।