বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
নানা আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের মতো কিশোরগঞ্জের বাজিতপুরে বর্ষবরণ উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার ১৪২৩ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে ১৪২৪ বঙ্গাব্দকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাজিতপুর ডাকবাংলো মাঠ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, স্থানীয় সংসদ সদস্যের পিএস রুবেল আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।