নিজস্ব প্রতিবেদক ।।
কারার অহনা তাসমী। বাবা কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফ। পেশায় চাকরিজীবী। এশিয়াটিক ল্যাবরেটরিজের সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার। মা জাকিয়া সুলতানা। পেশায় শিক্ষক। কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক।
২০১৬ সালের জেএসসি পরীক্ষায় কারার অহনা তাসমী গোল্ডেন GPA-5 সহ সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর আগেও তাসমী কেজি ১-এ বৃত্তি এবং পিইসিতে গোল্ডেন GPA-5 পেয়েছিলো।
সে নিকলী ব্লু-বার্ড কিন্ডার গার্টেনে প্লে থেকে ৩য় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর ৪র্থ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে কিশোরগঞ্জের প্রি-ক্যাডেট স্কুলে। এখান থেকেই কারার অহনা তাসমী পিইসিতে অংশ নিয়ে গোল্ডেন GPA-5 পায়। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় কিশোরগঞ্জের খ্যাতনামা এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন GPA-5 সহ সাধারণ গ্রেডে বৃত্তি পায় তাসমী।
পড়াশোনা করে ডাক্তার হবার স্বপ্ন দেখছে কারার অহনা তাসমী। এজন্য সবার কাছে দোয়া চেয়েছে তাসমী ও তার বাবা কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফ।