সংবাদদাতা ।।
মজলিশপুর পালপাড়ার রইসউদ্দিন মিয়ার মেয়ে রুজিনা (২২) এর বিয়ের দাওয়াত খেয়ে স্বাস্থ্য উপ-সহকারী রওশন আরা ঝুনু (৪৫), বর পক্ষের ৭/৮ জন সহ অর্ধ শতাধিক খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ। তাদের মধ্যে ১৫ জন নিকলী সদর হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে কনের বাবা গুরুতর অসুস্থ। বিয়েতে ২০০-র অধিক মেহমানের দাওয়াত ছিল।