নিজস্ব প্রতিবেদক ।।
গত শনিবার ১৫ এপ্রিল ঢাকাস্থ নিকলী সমিতির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় নিকলীসহ হাওরাঞ্চলে অসময়ের পানিতে ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের করণীয় বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ নিকলী সমিতির সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন।
আলোচনায় বক্তারা ক্ষতিগ্রস্ত হাওরবাসীদের জন্য সরকারিভাবে সাহায্য-সহযোগিতা বরাদ্দ এবং এর সুষ্ঠু বণ্টনের দাবি জানান। সেই সাথে অনাকাঙ্ক্ষিত ও অসময়ের বন্যায় যেন হাওরের ফসলহানি না ঘটে সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
অনুষ্ঠিত সভায় হাওর রক্ষায় যে প্রকল্পগুলো সরকারের প্রক্রিয়াধীন রয়েছে সেগুলো বাস্তবায়নের অন্তরায়গুলো খুঁজে বের করে অনতিবিলম্বে তা কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। এছাড়াও পরবর্তীতে উদ্ভুত পরিস্থিতির ওপর ভিত্তি করে ঢাকাস্থ নিকলী সমিতি আরো ব্যাপক কর্মসূচি ঘোষণা করবে।