মার্চ মাসে ইন্দা গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে বিরল প্রজাতির এই মাছটির দেখা মিলেছিল। পুকুরটি সেচে মাছ ধরার কারণে পুকুরে পানি না থাকায় তা বড় একটি পাতিলে জিইয়ে রাখা হয়।
পরবর্তীতে পুকুরের মালিক ও গ্রামবাসী দেখল যে এই মাছটি একটু ভিন্ন প্রকৃতির আর তাই পুকুরটি আবার পানি ভরাট হলে মাছটিকে পুকুরেই ছেড়ে দেয়া হয়।
মাছটির নাম কেউ বলতে না পারায় ও ভিন্ন রকম হওয়ায় মাছটি নিয়ে গ্রামবাসীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিরল প্রজাতির হওয়ায় মাছটিকে আবার পুকুরে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়।
মাছটির গায়ে সারিবদ্ধভাবে কাটাযুক্ত। ওজন প্রায় ১ কেজি। গ্রামের লোকজন যারাই এই মাছটি দেখছেন, সবাই বলছেন এরকম মাছ কোনদিন দেখেননি।
তথ্য : জাকারিয়া ইসলাম দিনার