মানবতাবিরোধী অপরাধে কিশোরগঞ্জের ২ জনের রায় বুধবার

nikli international cri tri

আমাদের নিকলী ডেস্ক ।।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জে রাজাকার সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে বুধবার ১৯ এপ্রিল রায় ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল মঙ্গলবার ১৮ এপ্রিল এ আদেশ দেয়। এর আগে গত ৭ মার্চ মামলার সাক্ষ্য-গ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখা হয়। বাসস

আসামিদের সাজার আর্জি জানিয়ে প্রসিকিউটর তুরিন আফরোজ শুনানি করেন। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

এর আগে গত বছরের ৯ মে এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। ২০১৫ সালের ২৯ ডিসেম্বর এই দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ। এই দুইজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, রায়ের জন্য অপেক্ষমান কিশোরগঞ্জের দুইজনের মধ্যে মোহাম্মদ মোসলেম প্রধান গ্রেফতার রয়েছেন।

Similar Posts

error: Content is protected !!