নিজস্ব প্রতিবেদক ।।
পহেলা বৈশাখ উপলক্ষে পাড়দিয়াকুল হাজী আবুল ফজল উচ্চ বিদ্যালয় মাঠে এক ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়। লীগে ফাইনাল খেলে ফারুক ক্রিকেট একাদশ বনাম পিয়ার ক্রিকেট একাদশ।
টসে জয়ী হয়ে পিয়ার একাদশ ফারুক একাদশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায়। ফারুক একাদশ ব্যাটিং উদ্বোধনী জুটি নামে ফারুক আর প্রমিত। প্রমিত করে ৩০ বলে ৫০ রান, ফারুক করে ১৭ বলে ৩২ রান, ফাহিম ৫ রান, ওয়াহিদ ২৯ রান ১৮ বলে। অতিরিক্ত থেকে আসে ১১ রান। পিয়ার একাদশের সামনে টার্গেট দাঁড়ায় ১২৮ রান। সাদ্দাম, প্রত্যয়, তনয়, বিপু, সোহেল ব্যাট হাতে নামতে পারেনি।
পিয়ার একাদশ ব্যাট হাতে নেমে খুব সুবিধা করতে পারেনি। রাব্বি আর পিয়ার নেমে রাব্বি ৩৬ রান, পিয়ার ১২ রান, মহব্বত ৭ রান, জাকির শূন্য রানে আউট হয় ফারুকের ইনসুইংয়ে। মুন্না ২০ রান, সুমন ৩ রান, রনি ৬ রান, রাজু ১৩ রান, ফারুক ৩ উইকেট লাভ করে ফারুক ম্যান অব ম্যাচ হয়। রনি রান আউট আর আউট করে ফারুক। ওয়াহিদ ১টি উইকেট লাভ করে। রাব্বির কাছ থেকে দর্শকের ভালো আশায় গুঁড়েবালি।
পিয়ার একাদশ ৮ উইকেটে ৯৭ রান করে ৩০ রানে পরাজয় বরণ করে। ম্যান অব দি সিরিজের পুরস্কার উঠে রাব্বির হাতে। আর সেরা অধিনায়কের পুরস্কার পায় মোঃ সুমন মিয়া। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ফারুক একাদশের হাতে। রানার্স আপ দলের হাতে, সেরা অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় শিক্ষক মীর কবির হোসেন।