খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা।।
শতভাগ বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় হাওরদ্বীপ খালিয়াজুরীকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সম্প্রতি স্থানীয় উপজেলা পরিষদ রাস্তায় কৃষক গোষ্ঠির উদ্যোগে শত শত কৃষকের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
এতে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য জলি রানী তালুকদার, ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান তালুকদার জুসেফ, খালিয়াজুরী প্রেসক্লাব সভাপতি মহসিন মিয়া, কৃষক লীগ সভাপতি তপন বাঙ্গালী, ছাত্রলীগ নেতা স্বাগত সরকার শুভ, কৃষক ছাদির মিয়াসহ অনেকেই।
নেত্রকোনার হাওর পাড়ের খালিয়াজুরী উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা দিয়ে কৃষিঋণ মওকুফসহ কৃষকদের পুনর্বাসনে দাবি সরকারের কাছে জানিয়ে বক্তারা বলেন, উপজেলায় এবার পাহাড়ি ঢলের পানিতে বাঁধ ভেঙ্গে সমস্ত বোরো ফসল তলিয়ে গেছে। ধার-দেনা করে জমি চাষ করা এখানকার হাজার হাজার কৃষক এতে নিঃস্ব হয়ে পড়েছে। যাদের কারণে এখানকার ফসল রক্ষাবাঁধ ঠিকমতো হয়নি এবং বাধ মেরামত কাজে যারা অনিয়ম দুর্নীতি করেছে তাদের শাস্তি দিতে হবে। তাছাড়া, আগামী দিনে ফসল রক্ষার জন্য এখানকার নদী খননসহ টেকসই পদ্ধতিতে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করতে হবে।