সংবাদদাতা ।।
শুরু হয়েছে ভাটি বাংলার মানুষের ঐতিহ্যবাহি সিংপুর বাজারের মেলা। এ মেলা প্রতিবছর ঠিক এই সময়ে অনুষ্ঠিত হয়ে থাকে। সর্বস্তরের মানুষসহ শিশু-কিশোরদের একটি প্রাণের মেলা। মেলা উপলক্ষ্যে প্রায় সকল আয়োজন সম্পন্ন হয়েছে। মেলায় আগত ব্যবসায়ী, ক্রেতা এবং দর্শনার্থীদের জন্য উপজেলা প্রশাসন বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও গ্রহণ করেছে। শীত একটু বেশি থাকলেও প্রতি বছরের ন্যায় এ বছরও মেলার কার্যক্রমে কোনো সমস্যা হবেনা বলে ধারনা করা হচ্ছে। সিংপুর ইউনিয়নে অনুষ্ঠিতব্য উক্ত মেলায় সকলকে আমন্ত্রণ রইল।