কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।
ঐতিহ্যবাহী নিকলী বড়পুকুরে (বড়তালাব) পুরুষদের জন্য নির্মাণ করা গোসলের ঘাটটির এক অংশ ধসে গেছে। এই পুকুরের দুইটি ঘাটে প্রতিদিন শত-শত নারী-পুরুষ গোসল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ধোয়ার কাজ করে থাকেন।
জানা যায়, নিকলী সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বড়পুকুরটিতে (বড়তালাব নামে পরিচিত) পুরুষ ও মহিলাদের গোসলের জন্য পৃথক দুইটি ঘাট করে দেয়া আছে। এর মধ্যে পুরুষদের ঘাটটি তুলনামূলক পুরনো হওয়ায় দীর্ঘদিন যাবত ধীরে ধীরে নষ্ট হতে থাকে।
এ সময়ে টানা বর্ষণে ঘাটটির নিচ থেকে মাটি সরে গিয়ে আরো দুর্বল হয়ে পড়ে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২০ এপ্রিল হঠাৎ করেই ঘাটের দক্ষিণ পাশের এক অংশ ধসে যায়। এতে ঘাটটি সাধারণের ব্যবহারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এর আগেও কয়েক জায়গায় বড় ফাটল দেখা দিলে সিমেন্টের জোড়া দিয়ে ধরে রাখা হয়। কিন্তু শেষ পর্যন্ত বড় ধরনের ধসের ফলে এটি ঝুঁকির সম্মুখীন। স্থানীয়দের দাবি, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুততার সাথে এর সংস্কার করা জরুরি।