আমাদের নিকলী ডেস্ক ।।
আফগানিস্তানের পূর্ব প্রান্তের অচিন জেলায় অপারমানবিক বোমা হামলা চালিয়েছে আমেরিকা। পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় ওই বিস্ফোরণে ইসলামিক জঙ্গি সংগঠনের ৯৬ জন নিহত হয়েছে বলে জানান হয়েছে আফগানিস্তান এবং আমেরিকার পক্ষ থেকে। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে মৃত জঙ্গিদের অনেকেই বাংলাদেশের নাগরিক।
আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ১৩ এপ্রিল জিবিইউ-৪৩ নামক একটি বোমা হামলা চালানো হয়। এই বোমাটিকে ‘মাদার অব অল বম্বস’ মনে করা হয়। পারমাণবিক বোমার পর এটিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা। ওই হামলার পর ১৮ এপ্রিল এ ঘটনায় নিহতদের জাতীয়তা সম্পর্কে জানিয়েছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ বলেন, হামলায় নিহত জঙ্গিদের অধিকাংশই পাকিস্তান, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের। একইসঙ্গে মৃতদের তালিকায় তাজিকিস্তান, উজবেকিস্তান, রাশিয়াসহ বেশকটি দেশের নাগরিকরা আছেন।
পেন্টাগন এবং আফগান কর্মকর্তারা বলছেন, ওই হামলায় আইএসের শীর্ষস্থানীয় চার কমান্ডারসহ ৯৬ জঙ্গি নিহত হয়েছে। মাদার অব অল বম্বস হিসেবে পরিচিত এ ধরনের বোমার একেকটির ওজন হয় ১০ হাজার কিলোগ্রাম। এর প্রতিটিতে থাকে ৮ হাজার ১৬৪ কিলোগ্রাম বিস্ফোরক। এটার বিস্ফোরণ ক্ষমতা ১১টন টিএনটির সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় নিক্ষেপিত লিটল বয় নামক পারমাণবিক বোমাটির বিস্ফোরণ ক্ষমতা ছিল ১৫ টন।
সূত্র : আফগানিস্তানে মার্কিন হামলায় মৃতদের অধিকাংশই বাংলাদেশি! (কালের কণ্ঠ)