কিশোরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন : স্বামী আটক

murder

আমাদের নিকলী ডেস্ক ।।

জেলার কটিয়াদীতে পরকীয়া সন্দেহে সুবর্ণা আক্তার (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী অহিদ মিয়াকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ২১ এপ্রিল সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কায়েস্তপল্লীতে এই ঘটনা ঘটে। ঘাতক অহিদ মিয়া কায়েস্ত পল্লীর মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এক বছর আগে অহিদ মিয়ার সাথে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সুবর্ণা আক্তারের বিয়ে হয়।

বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই সুবর্ণা পরকীয়ায় জড়িত, এমন সন্দেহ করে অহিদ মিয়া। এ নিয়ে দু’জনের মধ্যে কলহের সৃষ্টি হয়। এর জের ধরে অহিদ মিয়া স্ত্রী সুবর্ণাকে প্রায়ই মারধর করতো।

শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে অহিদ মিয়া সুবর্ণাকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঘরে ফেলে সকাল ৯টার দিকে বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে যায়।

ঘণ্টাখানেক পর সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে এসে স্ত্রী সুবর্ণা ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ সুবর্ণার মরদেহ উদ্ধার এবং স্বামী অহিদ মিয়াকে আটক করে।

কটিয়াদী মডেল থানার (ওসি) মো. জাকির রব্বানী স্বামী অহিদ মিয়ার বরাত দিয়ে জানান, অহিদ মিয়া স্ত্রীকে ঝাড়ু পেটা করে ঘরে আটকে রেখে বাইরে চলে যায়। ফিরে এসে সে দেখে, স্ত্রী সুবর্ণা গলায় ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

ওসি মো. জাকির রব্বানী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র : কিশোরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন: ঘাতক স্বামী আটক (পূর্বপশ্চিমবিডি)

Similar Posts

error: Content is protected !!