সংবাদদাতা ।।
নিকলী সদর ৫ নং ওয়ার্ড নৌকা বাইচ কমিটির লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় নিকলী ঈদগাহ মাঠে এ ড্র অনুষ্ঠান হয়।
৫নং ওয়ার্ড নৌকা বাইচ কমিটি নৌকা মেরামত ও সংস্কারে ফান্ড সংগ্রহের জন্য এ লটারী অনুষ্ঠানের আয়োজন করে। পুরস্কার হিসাবে লটারি বিজয়ীদের মাঝে রঙ্গীন টিভি, মোবাইল সেট, শাড়ী, লুঙ্গী, চেয়ারসহ ৩০টি আইটেমের পুরস্কার প্রদান করা হয়।