বন্যাদুর্গত এলাকায় ১শ’ দিনের কর্মসূচি নিয়েছে সরকার

আমাদের নিকলী ডেস্ক ।।

সরকার দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকার ছয়টি জেলার বন্যাদুর্গত জনগণের জন্য ১শ’ দিনের কর্মসূচি গ্রহণ করেছে।

রোববার ২৩ এপ্রিল এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম সাংবাদিকদের বলেন, ‘সরকার বন্যাদুর্গত তিন লাখ ৩০ হাজার পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারকে প্রতিমাসে ৩০ কিলোগ্রাম চাল ও নগদ ৫ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ বাসস

রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মন্ত্রী বলেন, বন্যাদুর্গত জনগণের মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টন চাল বিতরণ করা হবে এবং এই কর্মসূচির জন্য মোট ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে পানি সম্পদ, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, অর্থ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!