নদীভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

আমাদের নিকলী ডেস্ক ।।

প্রতিটি নদী সার্ভে করে নদী শাসন, ড্রেজিং, ভাঙ্গন রোধকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার ২৩ এপ্রিল সংসদ ভবনে কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়। বাসস

কমিটির সদস্য আলহাজ এডভোকেট রহমত আলী, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ-সদস্যসহ জনপ্রতিনিধিদের সুপারিশ নেয়ার বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

আসন্ন রোজার আগে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দৌলতদিয়া ঘাটের কাজে নিয়োজিত ঠিকাদারের কাজের মান মনিটরিং করা, বিআইডব্লিউটিসির ফেরির সংখ্যা বৃদ্ধি, ফেরিগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং ফেরিগুলোর আসল নাম অক্ষুন্ন রাখার বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট সকল সংস্থার চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা এবং কাজগুলো সঠিকভাবে মনিটরিং করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!