জমে উঠেছে নিকলীর বড় মেলা (কিছু ছবিসহ)

সংবাদদাতা ।।

শুরু হয়েছে নিকলী বড়মেলা। পৌষসংক্রান্তি উপলক্ষে ষাইটধার বটতলায় জমে উঠেছে ঐতিহ্যবাহী এ মেলা। সোয়াইজনী নদীর পাড়ে প্রায় ২০০বছর আগে থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বটতলায় পৌষসংক্রান্তি উদযাপনে মেলার আয়োজন করে আসছে।

কাচের চুরি ও খেলার দোকান
কেনাকাটায় ব্যস্ত সবাই

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ২০১৫) থেকে শুরু হওয়া আনন্দ-উতসবের মেলা চলবে সপ্তাহব্যাপী। নিকলীসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মেলায় দোকানী ও ক্রেতারা আসছে।

মেলায় নাগরদোলায় এক উড়ন্ত আনন্দ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!