নিকলীতে নবজাতকের লাশ উদ্ধার করলো পুলিশ

বিশেষ প্রতিনিধি ।।

নিকলীতে আজ সোমবার (২৪ এপ্রিল) দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে নিকলী থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা নামা গাঙ্গে সোমবার সকালে এক নবজাতকের লাশ ভাসতে দেখে নিকলী থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসি। খবর পেয়ে নিকলী থানার পুলিশ ইনচার্জ মো.নাসির উদ্দিন ভূইয়া, এসআই শহীদুল্লাহসহ একদল পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, অবৈধ গর্ভধারণের ফসল এবং জন্মের সাথে সাথে কেউ শিশুটিকে পানিতে ফেলে দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Similar Posts

error: Content is protected !!