খালিয়াজুরী (নেত্রকোণা) সংবাদদাতা।।
জেলার দুর্গত জনপদ খালিয়াজুরী উপজেলার ক্ষতিগ্রস্ত কার্ডধারী ২৫ হাজার কৃষক পরিবারের জন্য প্রতিদিন ৬০০ গ্রাম চাল ও ৬০০ গ্রাম আটা বরাদ্দ দিয়েছে খাদ্য অধিদপ্তরের সরবরাহ বণ্টন ও বিপনন বিভাগ।
৩জন ওএমএস ডিলারের মাধ্যমে ৩ মেঃ টন চাল ও ৩ মেঃ টন আটা বিতরণ করা হয় যা চাহিদা অনুযায়ী অপ্রতুল। এর বাইরে ৯০ মেঃ টন চাল ও ৬ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
গত চৈত্র মাসের ১ম সপ্তাহে পাহাড়ী ঢলে ও আগাম বন্যায় তলিয়ে যায় ১৭ হাজার ৭ হেক্টর জমি আর নিঃস্ব হয়ে পড়ে উপজেলার প্রায় ২৫ হাজার কৃষক পরিবার।
জানা গেছে উপজেলা প্রশাসন কৃষি অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতির একটি তালিকা চূড়ান্ত করেছে। ওই তালিকা অনুযায়ী ২৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষক পরিবারের গড় হিসাব করে দেখা গেছে পরিবারপ্রতি ৬০০ গ্রাম চাল ও ৬০০ গ্রাম আটা বরাদ্দ দিয়েছে প্রতিদিন।
অপ্রতুল এই ওএমএস চাল ও আটার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার তোফায়েল আহম্মেদ বলেন, চালের বাজার স্থিতিশীল রাখার জন্য তাৎক্ষণিক ওই বরাদ্দ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো বরাদ্দ দেয়া হবে।