নিকলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ

বিশেষ প্রতিনিধি ।।

বুধবার (২৬ এপ্রিল) সকালে নিকলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ।

জরুরি ভিত্তিতে গত ১৯ এপ্রিল ১৪৫টি পরিবারকে চাল দেয়া হলেও এ কার্যক্রমের আওতায় আনুষ্ঠানিকভাবে বুধবার একই সংখ্যক পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

নিকলী সদর ইউনিয়নে এ পর্যন্ত ২৯০টি পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণী উদ্বোধনীর সময় উপস্থিত ছিলেন নিকলী ইউনিয়ন পরিষদের সচিব আ. কাদির, ইউপি সদস্য মো. জসিম উদ্দিন, মো. ছাদেক ও মহিলা সদস্য রুমা আক্তার।

নিকলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুহাগত জানান, এ উপজেলায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দানে ২ হাজার ৮শ ভিজিএফ কার্ড, মাথাপিছু ৩০ কেজি চাল ও নগদ ৫শ করে টাকা মঞ্জুরী দেয়া হয়েছে। শীঘ্রই কার্যক্রম শুরু হবে।

Similar Posts

error: Content is protected !!