বন্যা মোকাবেলায় বিভিন্ন মেয়াদী ডুবন্ত বাঁধ নির্মাণে স্থায়ী কমিটির সুপারিশ

আমাদের নিকলী ডেস্ক ।।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী ডুবন্ত বাঁধ নির্মাণ পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত মঙ্গলবার ২৫ এপ্রিল এক বৈঠকে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকবেলার প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করারও সুপারিশ করা হয়। বাসস

কমিটির সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান, অনুপম শাহজাহান জয় এবং মোছাঃ সেলিনা জাহান লিটা বৈঠকে অংশগ্রহণ করেন।

কমিটিতে সুনামগঞ্জে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে আগামীতে যাতে এরকম কোন সমস্যা না হয় সেজন্য স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

কমিটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ পর্যায়ক্রমে পরিদর্শন অব্যাহত রাখার এবং নদীর ড্রেজিং কার্যক্রম সাবলীল রাখার সুপারিশ করে।

বৈঠকে ওয়ারপো’র জনবল সমস্যা সমাধানের জন্য প্রত্যেক উপজেলায় জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!