কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।
নিকলীতে আসছে জাতীয় ফল কাঁঠাল। কিন্তু দাম একটু চড়া। মৌসুমের প্রথম ভাগে এই ফল খেতে চাইলে নিকলীবাসীকে গুনতে হবে কাঁঠালপ্রতি ১৮০ থেকে ২০০ টাকা। তবে কিছুদিনের মধ্যে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে যাবে- এমনটাই মনে করছেন বিক্রেতারা।
একজন কাঁঠালের বিক্রেতা জানালেন, বর্তমানে যে কাঁঠালগুলো দেখছেন এগুলো রাঙামাটি থেকে এসেছে। দাম একটু চড়া। এক-একটি কাঁঠালের দাম ১৮০-২০০ টাকা।
তিনি আরো জানান, আগামী এক সপ্তাহে বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল আসা শুরু হবে। তখন দাম কিছুটা কমে যাবে।