আমাদের নিকলী ডেস্ক ।।
হাওর অঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
তিনি শুক্রবার ২৮ এপ্রিল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেঝপুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৬৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহবান জানান। বাসস
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একদিনের জন্য হাওর অঞ্চলে ফটোসেশন করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে তারা এটা নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।’
হাওরের দুর্দশা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, হাওর এলাকায় সরকার সার্বক্ষণিকভাবে কাজ করছে। জনগণের পাশে সরকারের সাথে আওয়ামী লীগ এমপি, দলীয় স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা-কর্মীরাও দায়িত্ব পালন করছেন।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনর পক্ষ থেকে শেখ জামালের কবরে শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।