সংবাদদাতা ।।
গত সোমবার (১৯ জানুয়ারি) নিকলী থানা পুলিশ এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, নিকলী বেরীবাঁধ সংলগ্ন বোরোধানের েেত এই বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী থানায় খবর দিলে নিকলী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।