সাফায়েত মানসুর ডাক্তার হতে চায়

নিজস্ব প্রতিনিধি।।

সাফায়েত মানসুর রানা। ২০১৭ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে নিকলী গোড়াচাঁদ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে এই সাফল্য অর্জন করে।

সাফায়েতের বাড়ি নিকলী সদর ইউনিয়নের মীরহাটি গ্রামে। বাবা শামসুল হক (সুনামউদ্দিন) ব্যবসায়ী, মা গৃহিণী। তারা ৫ বোন, ১ ভাই।

উচ্চতর শিক্ষা গ্রহণ করে সাফায়েত মানসুর রানার স্বপ্ন ডাক্তার হবার। এজন্য সে সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।

সাফায়েতের সাফল্যে আমাদের নিকলী ডটকম অনেক অনেক শুভ কামনা জানিয়েছে।

সেলফিতে বাবা শামসুল হকের সাথে সাফায়েত

Similar Posts

error: Content is protected !!