নিজস্ব প্রতিনিধি।।
সাফায়েত মানসুর রানা। ২০১৭ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে নিকলী গোড়াচাঁদ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে এই সাফল্য অর্জন করে।
সাফায়েতের বাড়ি নিকলী সদর ইউনিয়নের মীরহাটি গ্রামে। বাবা শামসুল হক (সুনামউদ্দিন) ব্যবসায়ী, মা গৃহিণী। তারা ৫ বোন, ১ ভাই।
উচ্চতর শিক্ষা গ্রহণ করে সাফায়েত মানসুর রানার স্বপ্ন ডাক্তার হবার। এজন্য সে সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।
সাফায়েতের সাফল্যে আমাদের নিকলী ডটকম অনেক অনেক শুভ কামনা জানিয়েছে।