কিশোরগঞ্জ সংবাদদাতা।।
কিশোরগঞ্জে পুলিশ নারী কল্যাণের (পুনাক) নতুন আঙ্গিকের শোরুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৫ মে সকালে শহরের বটতলা এলাকায় শোরুমটি উদ্বোধন করেন জেলা পুনাক সভানেত্রী পুলিশ সুপারের সহধর্মিনী উম্মে সালমা মুন্নি।
এসময় পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার ও মো. রাকিব খান, পুনাক সম্পাদিকা মোছা. তাসকিরা, অন্যান্য পদস্থ পুলিশ কর্মকর্তা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট মায়া ভৌমিক, উইমেন চেম্বারের সভানেত্রী ফাতেমা জোহরা, পৌর মহিলা কলেজের রোভার স্কাউট লিডার সালমা হক ও পৌর মেয়র মাহমুদ পারভেজের সহধর্মিনী নাসরিন সুলতানা ঝুমাসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।