বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পানিতে ডুবে আলী আসমা নামের এক প্রতিবন্ধী যুবতীর মৃত্যু হয়েছে। নিহত যুবতী আলী আসমা (১৮) উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামের আবু তাহেরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭ মে রোববার সকালে বাড়ির পেছনের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পরে দুপুরে আলী আসমার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।