বিশেষ প্রতিনিধি ।।
ধান শুকানোকে কেন্দ্র করে কিশোরগঞ্জের নিকলীতে বৃহস্পতিবার ১১ মে চাচাত ভাই ইমান আলীর (৬০) ছোড়া ঢিলে হযরত আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সিংপুর ইউনিয়নের গোরাদিঘা গ্রামের মৃত মধু মিয়ার ছেলে হযরত আলী ও তার সম্পর্কে চাচাত ভাই ইমান আলী বৃহস্পতিবার সকালে রোদে ধান শুকানোর জায়গা নিয়ে বাক বিতণ্ডা হয়।
তর্কের এক পর্যায়ে ইমান আলী শক্ত মাটির ঢেলা দিয়ে ঢিল ছুড়লে হযরত আলী মাটিতে লুটিয়ে পড়েন। নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিকলী থানার পুলিশ ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূইয়া জানান, হযরত আলীর লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।