নিকলীতে ১১ বছরের শ্যালিকাকে ধর্ষণের পর খুন!

child rape

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে পৃথক ঘটনায় ৫ম শ্রেণির ছাত্রী রোকসানা ওরফে রসু (১২) নামে এক শিশু খুন হয়েছে। রোকসানা উপজেলার দামপাড়া ইউনিয়নের শেখ নবীনপুর গ্রামের ফাইজুরের মেয়ে।

এলাকাবাসী ও নিকলী থানা সূত্রে জানা যায়, উপজেলার দামপাড়া ইউনিয়নের শেখ নবীনপুর গ্রামের ফাইজুরেরর মেয়ে সুলতানার দেড় বছর আগে সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়ার মানিক মিয়ার ছেলে শাহিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুলতানাকে শারিরীক ও মানসিক নির্যাতন করতো শাহিন।

গর্ভাবস্থায় সুলতানাকে মারধরের কারণে ৩ মাস আগে বাপের বাড়িতে নিয়ে আসে ফাইজুর। উজানের ঢল ও অতি বৃষ্টিতে জমি তলিয়ে গেলে শ্বশুরের গৃহস্থালিতে সহযোগিতার অজুহাতে এক মাস আগে ফাইজুরের বাড়ি আসে শাহিন।

স্ত্রী সুলতানার সাথে বনিবনা না হওয়ায় থাকতো আলাদা ঘরে। সুলতানা তার ছোট বোন টেংগুরিয়া এবতেদায়ী মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী রোকসানাকে নিয়ে পাশের ঘরে ঘুমাতো।

গত বৃহস্পতিবার ১১ মে রাত আনুমানিক ১০টায় শ্যালিকা রোকসানাকে ডেকে নেয় শাহিন। একই বাড়িতে দুজনেরই বসবাসের কারণে রাতে আর বিষয়টি কারও চিন্তার কারণ হয়ে ওঠেনি। শুক্রবার সকালে ফাইজুর বাড়ির পাশের ধঞ্চে ক্ষেতে রোকসানার লাশ দেখতে পায়।

এসময় রোকসানার নাকে-মুখে রক্ত, গলায় আঘাতের চিহ্ন ও পরনের পাজামা-কামিজ এলোমেলো ছিলো। ঘটনার পর পরই শাহিন গা-ঢাকা দেয়। নিকলী থানা পুলিশকে খবর দিলে নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন ভূইয়া, এসআই হাবিবুল্লাহ, জামাল উদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে রোকসানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।

এ ব্যাপারে নিকলী থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূইয়া জানান, নিকলী থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।

Similar Posts

error: Content is protected !!