জিরাতি কৃষকদের ক্ষতিপূরণ দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।

জিরাতি কৃষক ও বগাচাষীসহ ক্ষতিগ্রস্ত সকল কৃষককে ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতি কিশোরগঞ্জে সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে। বুধবার ১০ মে সকালে শহরের রংমহল চত্বরে জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুর ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, আবুল হাশেম, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, সাবেক সম্পাদক মোস্তফা কামাল নান্দু, ক্ষতিগ্রস্ত কৃষক নূরুল হক ভূঁইয়া, হাফিজ মিয়া, আশেক মিয়া প্রমুখ বক্তৃতা করেন।

সমাবেশে বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত জিরাতি ও বর্গাচাষী অংশ নেন। এরপর সবাই মিছিল করে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবরে লেখা স্মারকলিপিটি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে ক্ষতিগ্রস্ত জিরাতি কৃষক, বর্গাচাষী ও পত্তনগ্রহিতা চাষীদের ক্ষতিপূরণ প্রদান, আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা, কৃষিঋণ, এনজিও ঋণ ও মহাজনি ঋণ মওকুফ করে কৃষকদের নতুন করে সুদমুক্ত ঋণ প্রদান, ক্ষতিগ্রস্তদের আগামী বোরো মৌসুম পর্যন্ত চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রিলিফ হিসেবে প্রদান, সরকারি সাহায্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জলমহাল ইজারা প্রথা বাতিল, পানি উন্নয়ন বোর্ডের দায়ী কর্মকর্তাদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়।

Similar Posts

error: Content is protected !!